সারাদেশ

গণঅভ্যুত্থানে বর্বরতম উপায়ে ইয়ামিন হত্যায় গ্রেপ্তার এএসআই আলী

ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থী শাইখ আস-হাবুল ইয়ামিনকে বর্বরতম উপায়ে হত্যার অভিযোগে পুলিশের সাবেক এএসআই মোহাম্মদ আলীকে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ইয়ামিন হত্যা মামলায় দায়ের করা অভিযোগে মোহাম্মদ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে গুলির পর পুলিশের সাঁজোয়া যানে তুলে সেখান থেকে রাস্তায় ফেলে দিয়ে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যা করা হয়।

তখন ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানা ক্ষোভ ও প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল।

Leave a Reply

Back to top button