সারাদেশ

খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতন্ত্রের প্রতীক: জোসেফ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর বন্দর উত্তর লক্ষণখোলা এলাকায় বন্দর থানা ২৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা এ.কে.এম মাজহারুল ইসলাম জোসেফ। প্রধান বক্তা ছিলেন বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেন।

সভাপতিত্ব করেন বন্দর থানা যুবদলের যুগ্ম সম্পাদক ও ২৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নূর আলম খন্দকার। সঞ্চালনায় ছিলেন বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী নওশাদ তুষার।

দোয়া মাহফিলে অংশ নেন যুবদল নেতা মোঃ আশরাফুল, মোঃ মনির হোসেন, কামরুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, নুর আলম, মোঃ সুলতান, মোঃ শহিদ, মোঃ মনির, মোঃ জমির, মোঃ শহিদুল্লাহ, মোঃ ইলিয়াছ, মোঃ মামুন, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ আনন্দ, মোঃ আপন, মোঃ তানভির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জোসেফ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন। তার নির্দেশেই খালেদা জিয়ার জন্মদিনে কেক না কেটে দেশব্যাপী আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে।

জোসেফ আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষার সংগ্রামে তিনি বারবার কারাবরণ করেছেন। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ কারণে তাকে অন্যায়ভাবে জেলে পাঠিয়েছে। হাস্যকর মামলায় তাকে দিনের পর দিন কস্ট দিয়েছে। কিন্তু আজ দেখেন আমার নেত্রী কত সম্মানিত। আর হাসিনা ফেরারী পলাতক আসামী।

Leave a Reply

Back to top button