সারাদেশ

খালেদা জিয়া অমর হোক, মন্তব্য করলেন রেজাউল করিম

বিএনপি চেয়ারপারসন ‘বেগম খালেদা জিয়া অমর হোক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে আনন্দ শোভাযাত্রা শেষে বক্তব্য শেষ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

জীবিত মানুষকে মৃত বানিয়ে খালেদা জিয়া অমর হোক এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। 

সোনারগাঁয়ের নেতাকর্মীরা বলছে, ৫ আগষ্টের আগে রেজাউল করিমকে সোনারগাঁয়ের রাজনীতিতে তেমন দেখা যায়নি। বিএনপির ডাকা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না সক্রিয়। নির্বাচনের আগে হুট করে এসে বয়সের ভারে তিনি এখন আবল তাবল বলছেন। একজন জৈষ্ঠ রাজনীতিবীদ হয়ে তার কাছে আমরা এমন মন্তব্য আশা করি নি। তার এহেন মন্তব্য প্রত্যাহার করে তিনি ক্ষমা চাইবেন বলে আমরা প্রত্যাশা করি। 

Leave a Reply

Back to top button