সারাদেশ
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মান্নান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (১৮ অক্টোবর) সোনারগাঁয়ের পিরোজপুরে একটি ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রার্থনা করেন।
উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে্য মান্নান বলেন, আমি যে দল করি সে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ। আমি এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছি। পাশাপাশি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্যও দোয়া চাইছি।