খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বন্দরে যুবদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার বিকেলে বন্দর থানার ছালেহনগর নতুন জামে মসজিদ প্রাঙ্গণে বন্দর থানা যুবদলের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো: আমির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ আলী।
প্রধান অতিথি ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি হাজী শাহেনশাহ আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
এসময় বক্তারা বলেন, “আজকের এই দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করছি। তিনি সারাজীবন জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশ ও জাতির জন্য তাঁর অবদান অনস্বীকার্য। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।”
তারা আরও বলেন, “বিএনপি সবসময় একটি সুসংগঠিত দল। আজকের এই দিনে আমাদের কেক কাটার কথা থাকলেও কেন্দ্রের নির্দেশে আমরা তা থেকে বিরত থেকেছি। দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়েই আমরা সহিঞ্চুতা ও ভদ্রতার পরিচয় দিয়েছি। সামনে নির্বাচনকে সামনে রেখে আপনারা সবাই দোয়া করবেন, বিএনপির পাশে থাকবেন এবং ধানের শীষে ভোট দেবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান, ২৬ নং ওয়ার্ড বিএনপির নেতা সফর আলী, ২৫ নং ওয়ার্ড সভাপতি নুর আলম খন্দকার, ২৪ নং ওয়ার্ড সভাপতি আখতার হোসেন, ২৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহসিন, ২২ নং ওয়ার্ড সভাপতি কাজী সোহাগ, ২১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এমারত, বন্দর থানা বিএনপির প্রচার সম্পাদক মোজাম্মেল, উপজেলা যুবদলের মোহাম্মদ যোনি, বন্দর ইউনিয়ন যুবদলের হানিফ হোসেনসহ আরও অনেকে।