খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রিফাতের উদ্যোগে দোয়া মিলাদ

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন ও দেশনেত্রী, “মাদার অব ডেমোক্রেসি” বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ বাজার মুক্তিযুদ্ধ নিবাসে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাতের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ৫ নং ওয়ার্ড কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাদিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও ওয়ার্ড কৃষকদলের সাবেক সভাপতি মাকসুদুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহবায়ক তৈয়ম হোসেন, সাবেক সদস্য সচিব এস এইচ মুন্না, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, ইব্রাহিম হোসেন, আতাউর রহমান, সেলিম বাপ্পী, সোহেল রানা, সুমন আহমেদ, সজল সাউদসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।