সারাদেশ

খানপুর হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন

নারায়ণগঞ্জের ৩০০ শয্যার খানপুর হাসপাতালে সরকারি চিকিৎসা সেবায় স্বচ্ছতা আনতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। রোগী রেফারের অভিযোগ দূর করতে হাসপাতালে চালু হয়েছে হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং তিনটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসকের উদ্যোগে স্থাপন করা এই বোর্ডগুলোতে প্রতিদিন দেখা যাবে— কতজন রোগী ভর্তি হয়েছেন, কতজন রিলিজ পেয়েছেন এবং কোন কারণে কতজন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল—খানপুর হাসপাতাল চিকিৎসা না দিয়ে রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুধু কিডনি, ব্রেইন স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে বাধ্য হয়েই রেফার করা হয়। এই বিতর্কের বাস্তব চিত্র জানতে এবং সেবায় আস্থা ফেরাতে জেলা প্রশাসনের এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আজ থেকে হাসপাতালের তথ্য ডিসপ্লে করা হবে। রোগীকে রেফার করলে তার সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে হবে। চিকিৎসার জন্য কোন রূপ হয়রানি করা যাবে না বলে হুঁশিয়ারি করেন জেলা প্রশাসক।

তিনি আরো বলেন, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সারাদেশের এই প্রথম স্থাপন করা হয়েছে। ডিসপ্লে বোর্ডের‌ দিকে তাকালেই হাসপাতালের চিত্র সর্বসাধারণের দৃষ্টি গোচর হবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আফম মুশিউর রহমান, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন’সহ প্রমুখ।

 

Leave a Reply

Back to top button