সারাদেশ
ক্ষুদে দাবাড়ু মুনতাহার পাশে তারেক রহমান

জানা যায়, মুনতাহা কাজাখস্তানে ফিদে মাস্টার দাবার ওয়ার্ল্ড টুনামেন্টে অংশ নিতে যাবে। কিন্তু আর্থিক অনটনের কারণে তার কাজাখস্তান যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিলো। বিষয়টি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাৎক্ষণিক তিনি বিএনপি নেতাদের তার পাশে দাঁড়নোর নির্দেশ দেন।
সহযোগিতা পেয়ে মুনতাহা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি তার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে এবং সবার দোয়া নিয়ে তিনি টুর্নামেন্টে ভালো ফল করার প্রত্যাশা করেন।
সিদরাতুল মুনতাহার বাবা মামুন হোসেন বিএনপির সহযোগিতা পেয়ে মেয়ের জন্য সবার কাছে দোয়া চান। যাতে তার মেয়ে ওয়ার্ল্ড দাবা টুর্নামেন্টে ভালো কিছু করতে পারে।