সারাদেশ

কেন ডিবি কার্যালয়ে, জানালেন শামীম ওসমান

ব্যক্তিগত কিছু তথ্য জানাতে ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শামীম ওসমান।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, হারুন সাহেবকে আমি ছোটবেলা থেকে তিনি। গতকাল একটা সংবাদ সম্মেলন করে বলেছি বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সেই ঘটনাগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হবে। যেহেতু এ বিষয়গুলো আমার নলেজে আছে সেই বিষয়গুলো শেয়ার করা। আমি এমপি হিসেবে জানাতে আসে নি, সাধারণ মানুষ হিসেবে জানাতে এসেছি।

তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য দীর্ঘদিন ধরে করি এবং নানা খোঁজ খবর পাই। সেই খোঁজ গুলি দেখার দায়িত্ব তো আমার না, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমি মনে করি সে একজন সক্ষম অফিসার। সে কারণে আমি তাকে জানিয়েছি।

আপনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল অপরিচিত নাম্বার থেকে এ বিষয়ে কিছু জানিয়েছেন কিনা এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, আমরা তো মরে গিয়েছি ২০০১ সালের ১৬ জুনে। যতো বড় বোম ব্লাস্ট হয়েছে আমার উপর হয়েছে। ২০০১ সালের থেকে যদি হয়ে থাকে তার মধ্যেই আছি। আপনারা দোয়া করলে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের জনপ্রিয় এ নেতা বলেন, খেলা হবে কিন্তু পরিচ্ছন্ন খেলা হবে। হয়তো ফাউল কম হবে, কিন্তু পরিচ্ছন্ন খেলা হবে।

Back to top button