কুতুবপুর ইউনিয়নে দ্বিতীয়বারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মিন্টু ভূইয়া
কুতুবপুর ইউনিয়নে দ্বিতীয়বারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মিন্টু ভূইয়া
স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে দ্বিতীয়বারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আল মামুন মিন্টু ভূইয়া। মনিরুল আলম সেন্টু চেয়ারম্যান ছুটিতে থাকার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. আল মামুন মিন্টু ভূইয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
এবিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আল মামুন মিন্টু ভূইয়া বলেন, কুতুবপর ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করায় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি পরিষদের সকল সদস্য ও সকলের সহযোগিতা সহ দোয়া চাই।