কুতুবপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থানে জাগ্রত প্রজন্ম
কুতুবপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থানে জাগ্রত প্রজন্ম
স্টাফ রিপোর্টার(Somoysokal) খেলাধুলার মধ্যে থাকি মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছেন জাগ্রত প্রজন্ম সংগঠন।
শুক্রবার (১৫ ই নভেম্বর) বিকেল তিনটার দিকে কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থান থেকে প্রতিবাদী মিছিলটি বের করে পূর্বশাহী মহল্লা,
নুরবাগ,কুসুমবাগ,চিতাশাল,খালপাড়,টাওয়ারপাড়,দেলপাড়া হয়ে দেলপাড়া খেলার মাঠে এসে শেষ হয়। এ সময় প্রতিবাদী মিছিলে কুতুবপুরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ লুটপাট কারীদের কঠোর হুংকার দিয়ে স্লোগান দেওয়া হয়। স্লোগানে বলেন কুতুবপুরে থাকবে-না মাদকের আস্তানা-না, কুতুবপুরে ঠাই নাই চাঁদাবাজ সন্ত্রাস ভূমিদস্যু ও লুটপাট কারিদের।
এ সময় কুতুবপুরের সর্বস্তরের সাধারন মানুষ যুব সমাজের এই আয়োজন দেখে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং তারাও মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজের এই কঠোর ভূমিকা’কে সাধুবাদ জানিয়েছেন।
জাগ্রত প্রজন্ম সংগঠনের ফাউন্ডার মো. রনি তার বক্তব্যে বলেন, বিগত দিনে কুতুবপুরে বিভিন্ন সামাজিক সংগঠন মাদক,সন্ত্রাস, চাঁদাবাদ ও ভূমিদস্যুতার বিরুদ্ধে বিভিন্ন সভা সমাবেশ করেছে, এতে করে কোন প্রকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ কুতুবপুরবাসী দেখতে পারেনি। আমরা চাই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর জীবন যাপন করাতে। তাছাড়া খেলাধুলায় যুবসমাজ ব্যস্ত থাকলে তারা মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো কাজ থেকে বিরত থাকবে বলে আমি মনে করি।
জাগ্রত প্রজন্মের সংগঠনের অন্যান্য সদস্যরা বলেন, আমরা কুতুবপুর কে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং লুটপাটকারী মুক্ত করতে চাই। আমরা চাই আমাদের কুতুবপুর একটি সুন্দর কুতুবপুর হয়ে উঠুক, আর এতে সব থেকে বেশি আমাদের যুব সমাজের ভূমিকা রাখতে হবে। আপনারা যুবসমাজ আজকে যেই ভূমিকা পালন করেছেন তা আসলেই প্রশংসনীয় তবে এরই ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা আর কুতুবপুরে মাদক, সন্ত্রাস চাঁদাবাজ ও লুটপাটকারীদের দেখতে চাই না।
এসময় র্যালিতে অন্যান্য সদস্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাজ্জাত হোসেন তপু, কবির এইচ রনি, কামরুল হাসান রাজু,জিয়াউল হক মিল্কী, ইমরান হোসেন হিমু,অ্যাডভোকেট নাঈম মাহমুদ, এডভোকেট মোজাম্মেল হক হিরু, আর এইচ খান জেনি, ফয়সাল খান স্বপন,ফেরদৌস রাজু, নাঈমুর রওনক খান, কাজী সজিব, শাকিল মৃধা, শাহজালাল রাব্বি, নয়ন ভূইয়া, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন সাজ, ইমরান, মনির, মামুন, বিপ্লব, নোমান সহ আরো অনেকেই।