সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের উদ্যোগে ও মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সালের আয়োজনে ৬নং ওয়ার্ডের বার্মাস্টান্ড, সুমিলপাড়া ও আদমজী নতুন বাজারসহ বেশ কয়েকটি এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল ও ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকরা হয়। মিছিলে মিছিলে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

Back to top button