কম্প্রেসার বিস্ফোরণ: দগ্ধ এক শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন মারা গেছে। নিহত শিশুর নাম ইমন উদ্দিন।
২৪ আগস্ট ভোরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা শিশুটি।
নিহত শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ একই পরিবারের আরও সাতজন বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জনৈক জাকির খন্দকারের টিনসেড বাড়ির ভাড়াটিয়া বাসায় বৈদ্যুতিক সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে শিশু ইমন উদ্দিন ও তার বাবা-মা সহ একই পরিবারের ৯ জন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।