সোনারগাঁকে সুন্দরভাবে গড়তে চাই: গিয়াসউদ্দিন

সোনারগাঁকে আগামীতে সুন্দরভাবে গড়তে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় আয়োজিত এক পথসভায় বৃহস্পতিবার (১৪ আগষ্ট) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গিয়াসউদ্দিন বলেন, সোনারগাঁয়ের নেতৃবৃন্দদের আমি যাদেরকে চিনি ইতিমধ্যে আমি তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলছি। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং প্রতিশ্রুতি দিতে চাই, সোনারগাঁয়ে যদি কাজ করার সুযোগ রাখে ইনশাল্লাহ এ ঐতিহ্যবাহী সোনারগাঁকে আরও সৌন্দর্যমন্ডিত করে তুলবো। যারা আমার বিএনপির সমর্থক রয়েছে তাদের সম্মান বৃদ্ধি করার চেষ্টা করবো। ছোট শিশু থেকে প্রবীনদের সম্মান করে এ এলাকায় নতুন ইতিহাস গড়তে চেষ্টা করবো। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী দলকে পরিচালনা করবো। এ এলাকার মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।