সারাদেশ

এমপি হিসেবে শপথ নিলেন নারায়ণগঞ্জের ৫ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নারায়ণগঞ্জের ৫ সংসদ সদস্য শপথ নিয়েছেন।শপথ বাক্য পাঠ করান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে নারায়ণগঞ্জের ৪ এমপি তাদের শপথ-গ্রহণ করেন। এরা হলেন-গোলাম দস্তগীর গাজী, একেএম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু ও আব্দুল্লাহ আল কায়সার।

দুপুর ১২টার দিকে শপথ নেন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির একেএম সেলিম ওসমান। তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত ১১ সংসদ সদস্যের সাথে শপথ গ্রহণ করেন।

সংসদ সদস্যদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনে ১লাখ ৫৬হাজার ৪৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। নারায়ণগঞ্জ-২ আসনে ১লাখ ৪৮হাজার ২৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু। নারায়ণগঞ্জ-৩ আসনে ১লাখ ১২হাজার ৮০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। নারায়ণগঞ্জ-৪ আসনে ১লাখ ৯৫হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান। নারায়ণগঞ্জ-৫ আসনে ১লাখ ৫২হাজার ২৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান।

Back to top button