এবার পাকিস্তানি খাদে খাল খননের ঘোষণা রনির

ফতুল্লার ইসদাইরে খাল খনন পরিষ্কারের পর এবার ফতুল্লা ইউনিয়নের পূর্ব লালপুরের ‘পাকিস্তানি খাদ’ এলাকায় খাল খননের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি।
রোববার (২৪ আগষ্ট) পাকিস্তানি খাদ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মশিউর রহমান রনি বলেন, মানুষের কষ্ট লাঘব করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসদাইর খালের মতো এখানেও আমরা বসে থাকব না। আমি আপনাদের কথা দিচ্ছি, খুব শিগগিরই ডিএনডির পাকিস্তান খাল খনন কার্যক্রম শুরু করা হবে।
স্থানীয়রা জানান, দখল ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় খালটি এখন একটি মৃতপ্রায় সরু ড্রেনে পরিণত হয়েছে। যার কারণে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে, জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জনগণের এমন দুর্ভোগের চিত্র দেখে এবং তাদের দাবির প্রেক্ষিতে রনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।