সারাদেশ

একাই চমক দেখালেন গিয়াসউদ্দিন

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নজরকাড়া গাড়িবহর নিয়ে শোডাউন করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বটতলা থেকে সিদ্বিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে গিয়াসউদ্দিনের নেতৃত্বে একটি গাড়িবহর বের হয়। গাড়িবহরটি সিদ্বিরগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সাইনবোর্ডে গিয়ে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মোস্তফা কামাল, ডি,এইচ,বাবুল, জি,এম,সাদরিলসহ থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এরপর চানমারি নতুন কোর্টের সামনে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে গিয়াসউদ্দিনের নেতৃত্বে একটি গাড়িবহর বের হয়। গাড়িবহরটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সিদ্বিরগঞ্জ বটতলা গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ প্রমুখ।

এরপর বিকালে কাঁচপুর থেকে সোনারগাঁ থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে গিয়াসউদ্দিনের নেতৃত্বে একটি গাড়িবহর বের হয়। গাড়িবহরটি মোগড়াপাড়া প্রদক্ষিন করে মেঘনা হয়ে পুনরায় কাঁচপুরে এসে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রমজান সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধানসহ থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেৃতৃবৃন্দরা। 

 

Leave a Reply

Back to top button