সারাদেশ

একটা শ্রেণী যুবদলের নামে ব্যানার ফেস্টুন লাগিয়ে চাঁদাবাজি করছে: সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় সংসদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫১ বিশিষ্ট যে কমিটি দিয়েছে এর বাইরে কেউ যুবদলের নাম ব্যবহার করে ব্যানার ফেস্টুন করার অধিকার রাখে না। কারণ একটা শ্রেণীর লোক যুবদলের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য যুবদলের নামে ব্যানার ফেস্টুন লাগিয়ে চাঁদাবাজি করছে। আমি বলতে চাই চাঁদাবাজরা সাবধান হয়ে যান। অতি শীগ্রই দেশে যে আইন রয়েছে সে আইন অনুযায়ী দেশে যে প্রশাসন আছে তারা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আর আপনাদের কৃতকর্মের শাস্তি অবশ্যই আপনারা ভোগ করবেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর ১৬নং ওয়ার্ড যুবদলের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

সজল আরও বলেন, দীর্ঘদিন রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে সেই শিক্ষা দেন নাই। আমরা দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং মানুষের হৃদয়ে অবস্থান করার জন্য কাজ করি। জাতীয়তাবাদী যুবদলের কোন নেতাকর্মী যদি অন্যায় অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাদের শাস্তি অবধারিত। যারা দলের নাম বিক্রি করে অপকর্ম করতাছেন তারা সাবধান হয়ে যান ভবিষ্যৎ কিন্তু আপনাদের অপকর্মের ফল ভোগ করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটির ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির প্রবীণ নেতা এম এ মজিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ প্রমুখ।

Leave a Reply

Back to top button