সারাদেশ

উৎসব পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী

নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে উৎসব পরিবহনের বাসের ভিতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রসেনজিৎ চন্দ্র (২৫)। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। প্রসেনজিৎ চন্দ্র (২৫) নারায়ণগঞ্জের বন্দর থানার শচীন চন্দ্রের ছেলে।

হাসপাতালে নিয়ে আসা বন্ধু আপন দাস জানান, উৎসব পরিবহনের বাসে করে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন প্রসেনজিৎ। পথে বাসের মধ্যেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অচেতন হয়। দেখতে পেয়ে বাসের কর্মচারীরা গুলিস্তান বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের গেটে আসার পর তাকে বাস থেকে নিচে নামিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তাকে কল করে বিষয়টি জানান। পরবর্তীতে তিনি নিজে সেখান থেকে প্রসেনজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, প্রসেনজিৎ এর সঙ্গে মোবাইল ফোন থাকলেও মানিব্যাগ ও টাকা খোয়া গেছে। তবে কত টাকা ছিল তা জানা যায়নি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি রেখেছেন চিকিৎসকরা।

Leave a Reply

Back to top button