সমাবেশে স্ট্রোক করে না. গঞ্জ বিএনপি নেতার মৃত্যু

ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে মিছিলের মধ্যেই হার্ট এ্যাটাকে মারা গেলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মাহমুদূর রহমান।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে বারোটায় রাজধানির নয়াপল্টনের কাছাকাছি ফকিরেরপুলে মিছিলের সামনের সারিতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় মাহমুদ জ্ঞাণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে দলীয় নেতা-কর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু মাহমুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় পৌঁছে আমরা এক সাথে শান্তিপূর্ণ মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছিলাম। এসময় মাহমুদ হার্ট এ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন। পরে আমি তার পরিবারকে ফোন করে বিষয়টি জানিয়ে তাদের ঢাকা মেডিকেলে আসতে বলি।