সারাদেশ

উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন গিয়াসউদ্দিন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সা‌বেক সাংসদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মু‌ক্তি‌যোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে এক শোক বার্তায় গিয়াসউদ্দিন বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানি ও আহতর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং পরিবারের সদস্যদের এই কঠিন সময় সহ্য করার শক্তি দেন। 

উল্লেখ্য, এদিন দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় অর্ধশত মানুষকে জাতীয় বার্ন ইউনিৃটে ভর্তি করা হয়েছে। 

Leave a Reply

Back to top button