‘ঈদের পর মোগড়াপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে’
মানবিক দিক থেকে ঈদের আগ পযর্ন্ত মোগড়াপাড়ায় হকার বসার অনুমতি দিলেও ঈদের পর থেকে মোগড়পাড়ায় হকার বসতে পারবে না বলে আশ্বস্ত করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কায়সার হাসনাত। সোনারগাঁ উপজেলার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কায়সার বলেন, বহুবারে উচ্ছেদ হয়েছে। তারপরও কোন শক্তিতে তারা আবার বসে আমার জানা নাই। জনগনের চাওয়া ছিলো আমি সংসদ সদস্য হলে মুক্ত করে দিতে হবে। ১০ তারিখে উচ্ছেদের কথা ছিলো, সবার সম্মিলিতক্রমে ঈদ পযর্ন্ত স্থগিত করা হয়েছে। তবে ঈদের পর উচ্ছেদ হবে। আমার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট ভাবনা করতে হবে।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহফুজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ থানা ওসি (তদন্ত) মহসিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।