সারাদেশ
পথচারীদের মাঝে চেম্বারের পানি ও স্যালাইন দিল নিপু

তীব্র তাপদাহের মধ্যে জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দ্বিতীয় দিনে নগরীর চাষাড়ায় গোল চত্তরের পাশে রাইফেল ক্লাব এর সামনে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা যুবলীগ নেতা মোঃ এহসানুল হাসান নিপু।
এসময় আরো উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য মামুন আহমেদ ঈমন, মোরশেদ আলম আখি, বিপ্লব সাহাসহ প্রমুখ।
তাপদাহের অবস্থার ভিত্তিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এ বিতরণ কার্যক্রম উক্ত স্থানে প্রতিদিন বেলা ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলমান থাকবে বলে জানান চেম্বার নেতৃবৃন্দ।