আলোচিত কিশোর গ্যাং লিডার ইভন খুন

ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন কিশোর গ্যাং লিডার ইভন (৩০)। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষ সাইফুল গ্রুপের সদস্যরা ইভনকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ইভন হত্যাসহ একাধিক মামলার আসামি ও কিশোর গ্যাং প্রধান হিসেবে পরিচিত।
ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার আজম বাবুর ছেলে তিনি। আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইভন গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রক্তাক্ত এ হত্যাকাণ্ড সংঘটিত হলো।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, নিহতের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।