সারাদেশ

আলীকে আহ্বায়ক করে জেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি অনুমোদন হয়েছে। গত ২৬ জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এই কমিটি ঘোষণা করেন।

অনুমোদিত এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মো. দিলওয়ার হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, মোছাদ্দেক হোসেন, শাহজাহান ভূঁইয়া, সিরাজুল ইসলাম, মো. হোসেন, আমান উল্লাহ মিঞা ও সৈয়দ আমির আলী।

স্মারকের অনুলিপি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বরাবর পাঠানো হয়েছে।

Leave a Reply

Back to top button