সারাদেশ
‘আমি ফতুল্লার অংশে থাকবো’

‘আসন যেভাবে পূনবিন্যাস হোক না কেনো, আমি ফতুল্লার অংশে থাকবো’ বলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
তিনি বলেন, যে এলাকার মানুষ আমাকে ভালোবাসে, যারা আমার পাশে থাকবে আমি তাদের সাথেই আছি। এটা আমার অন্তরের কথা। যারা এখনো আমাকে নিয়ে সপ্ন দেখে আমি তাদেরকে ছেড়ে চলে যাবো না। আমি মানুষ হিসেবে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।
সোমবার (৮ সেপ্টেম্বর) ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক চা-চক্র অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় সিদ্বিরগঞ্জ থানা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপির নেতৃবন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।