আমার নামে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালানো হচ্ছে: মান্নান

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করেছেন, সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়ায় আমার নাম ব্যবহার করে একটি মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই- ঐ বক্তব্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
স্ট্যাটাসে মান্নান উল্লেখ করেন, আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শে বিশ্বাসী একজন কর্মী। আমি আমাদের দলের গৌরবময় নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় রাজনীতি করছি এবং ভবিষ্যতেও তাঁদের নেতৃত্বেই কাজ করে যাব ইনশাআল্লাহ।
আমি আমার দল বিএনপিকে গভীরভাবে ভালোবাসি এবং দলের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার দল যা সিদ্ধান্ত নেবে, আমি সেটিকেই পূর্ণভাবে মেনে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
নেতাকর্মীদেরকে অনুরোধ জানিয়ে বলেন, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান দিবেন না। আমার অফিসিয়াল পেজ ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করবেন। গণতন্ত্রের বিজয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ।