সারাদেশ

আমাদের মধ্যে মনোনয়ন নিয়ে কাদা ছোড়াছুড়ি নেই: মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্বরত সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। শনিবার (১৮ অক্টোবর) বাদ যোহর তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছি। নির্বাচন কমিশনারের সীমানা নির্ধারণের পূর্বে আমি নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ছিলাম এবং ১৮ সালের নির্বাচনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম। নারায়ণগঞ্জ-৪ আসন আমাদের সাজানো রয়েছে। এই আসনে দীর্ঘদিন কাজ করেছি। সেখানেও যদি আমাকে মনোনয়ন দেয় এটি নতুন জায়গা হবে না। আবার নারায়ণগঞ্জ-৩ আসনে যেহেতু সিদ্ধিরগঞ্জের অবস্থান, এই সিদ্ধিরগঞ্জের সাংবাদিকসহ সাধারণ মানুষের সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সুতরাং এখানেও নির্বাচন করতে কোন কষ্ট হবে না।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মনোনয়ন নিয়ে কোন কাদা ছোড়াছুড়ি হচ্ছে না। কোন সংঘাত-সংঘর্ষ হচ্ছে না। যারা প্রার্থী রয়েছেন আমি সকলকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, বলয়ের নেতাকর্মীদেরকে সেইভাবেই পরামর্শ দিবেন- যাতে নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব-কোন্দল সৃষ্টি না হয়। কারণ একটাই দল, একটাই প্রতীক একজনই পাবে। চেষ্টা করবে বহুজন, পাবে কিন্তু একজন। সুতরাং নমিনেশন ঘোষণার পরে আবার আমরা একসঙ্গে সেই প্রতীককে নির্বাচিত করব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য উকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

Leave a Reply

Back to top button