সারাদেশ
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২৫) এক নারী নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার রাত ১০টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকা ওয়াসিমের মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নারী গত কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত ৬-৭ দিন ধরে পুরিন্দা বাজার ও আশপাশ এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। পরে সকালে স্থানীয়রা সড়কের পাশে লাশ দেখতে পেয়ে আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি। এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।