সারাদেশ

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের টেঁটাযুদ্ধ,আহত ২০

আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২ জন টেঁটাবিদ্ধসহ প্রায় ২০ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভাংচুর ও লুটপাট করা হয়েছে কয়েকটি বাড়ি।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামবাসীর মধ্যে মামলা মোকদ্দমা, গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। উক্ত দ্বন্দ্বের সূত্র ধরে গত শুক্রবার বিকেলে বিএনপি ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন এবং সেক্রেটারী জাকারিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি হয়। ঘটনার সময় খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের অনুসারি কাকাইলমোড়া এলাকার ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক বাহেরচর এলাকার জাকারিয়ার লোকজন টেঁটা বল্লম, লাঠিসোটা এবং অন্যান্য দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়েন। ফলে এ ঘটনায় ৫ জন টেঁটাবিদ্ধসহ প্রায় ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের আড়াইহাজার ও সোনারগাঁয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা ও চিকিৎসা দেয়া হয়েছে। 

টেঁটাবিদ্ধরা হলেন- মকবুল, মঞ্জুর, জসিমসহ ৫ জন। আহতরা হলেন- ফরহাদ, মনির, ফজি, শামীম, সাইদুল, সোহাগ, ডালিম, রনি, মীম প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া জানান, ইদ্রিস আলী আওয়ামী লীগের লোক নিয়ে আমাদের উপর হামলা করলে আমরা প্রতিহত করি।

অপর দিকে ইদ্রিস আলী জানান, জাকারিয়া আওয়ামী লীগের লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। তিনি তার পক্ষের লোকজনের ১০টি বাড়ী ঘর ভাংচুর করা হয়েছে বলে জানান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, ২ গ্রামবাসির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Back to top button