সারাদেশ

আড়াইহাজারে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মোফাজ্জলের ছেলে।

শুক্রবার (১০ অক্টোবর)  সকাল ১০টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  মোহাম্মদ সকালে বাড়ির পেছনের ডোবার কাছে ভাইদের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গেলে সন্ধান মেলেনি। পরে দুপুর ১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ  ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Back to top button