আড়াইহাজারে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

আড়াইহাজারে চাঁদাবাজি করতে গিয়ে গ্রামবাসীর গনপিটুনিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও ইউপি সদস্য সোহেল (৩৮)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল (৩৮) একই গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
এর আগে, গত ১৩ জুন কুমিল্লার দাউদকান্দি এলাকায় র্যাব-১১ এর এক অভিযানে গ্রেপ্তারও হন সোহেল। পরে জামিনে বেরিয়ে আসেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, এক সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নিহত সোহেল। হাসিনা সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন। পরে এলাকায় ফিরে এসে সে চাঁদাবাজি শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে মার্কেটের মালিক স্থানীয় বাসিন্দা শরীফ হোসেনের কাছে চাঁদা দাবি করেন সোহেল। পরে শরীফ হোসেনের পরিবারের লোকজনের সঙ্গে সোহেলের বাকবিতন্ডাও হলে তারা গ্রামবাসীকে জড়ো করে সোহেলকে আটক করেন। পরে সকলে মিলে তাকে বেঁধে পিটিয়ে জখম করেন। এসময় সোহেল মেম্বার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, সোহেল মেম্বার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। তার উপর গ্রামবাসী খুবই ক্ষুব্দ ছিল। ওই ক্ষোভের জেরেই গ্রামবাসী সকলে মিলে তাকে বেঁধে পিটিয়ে হত্যা করে। পুলিশ খবর পেয়ে বালিয়াপাড়া বটতলা বাসস্ট্যান্ড থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল এবং মুখ থেতলে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।