সারাদেশ

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

আড়াইহাজারে গণপিটুনিতে আয়নাল নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার রাত ৮টায় উপজেলার প্রভাকরদী এলাকার এ ঘটনা ঘটে। 

সোমবার রাত আটটার দিতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী কবরস্থানের পাশের সড়কের উপর এ ঘটনা ঘটে।

নিহত আয়নাল একই গ্রামের মহিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় জানায়, রাতে অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসী তাকে ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Back to top button