সারাদেশ

আড়াইহাজারে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলার ব্রাহ্ম‌ন্দি ইউনিয়‌নের দীঘলদি গ্রামে এ ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে ৭–৮ জনের একটি মুখোশধারী দল প্রথমে আখতার হোসেন ঢালীর বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ১ লাখ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, ২টি ল্যাপটপ ও মোবাইলফোন লুট করে।

পরে ডাকাত দল একের পর এক পার্শ্ববর্তী বাড়ির আব্দুস সাত্তার, জামান ডাক্তার, সজল ভূঁইয়া ও নারিংদী এলাকার দুটি বাড়ি থেকে ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। একসঙ্গে এত বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেননি।

Leave a Reply

Back to top button