সারাদেশ
আজমেরী ওসমানের ক্যাডার আপেল গ্রেপ্তার

হত্যা, চাঁদাবাজি এবং মাদকসহ একাধিক মামলার আসামি ও আজমেরী ওসমানের ক্যাডার তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেলকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার এসআই মিলন ফকিরের নেতৃত্বে একটি দল জামতলা এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে তার নিজ বাড়ি থেকে আপেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলাও রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আপেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার তদন্ত চলছে।