আওয়ামী লীগ নেতাকে জড়িয়ে অপপ্রচারের ঘটনায় নিন্দা
সোনারগাঁ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে জড়িয়ে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
সংগঠনের নেতাদের দাবি, মাসুমের চরিত্র হনন করার জন্য বিএনপি জামায়াতের কুচক্রি মহল এ ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে ১২ আগষ্ট সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক কায়সার হাসনাত এক বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, আমাদের উপজেলা শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সম্পর্কে বিএনপি জামাত এর কুচক্রী মহল তার চরিত্র হনন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তি মূলক অডিও ভাইরাল করে সামাজিকভাবে ও ব্যক্তিগতভাবে অসম্মানিত এবং সংগঠনের ভাবমূর্তি শূন্য করার জন্য উঠে পড়ে লেগেছে যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জানা যায়, শেখ রাসেল কিশোর পরিষদ থেকেই ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বরাবরই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বয়ে এসেছে অনেক সফলতা। বর্তমানে সোনারগাঁয়ের রাজনীতি অঙ্গনে তার জনপ্রিয়তা তুঙ্গে।
বিএনপি সরকারের আমলে জুলুম-নির্যাতনের শিকার হন ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তবুও বঙ্গবন্ধুর আদর্শ অনুসরন করে আওয়ামী লীগের রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখেন। পাশাপাশি নিজ কর্ম, গুণ আর বৈশিষ্টের মাধ্যমে জনমানুষের বন্ধুতে পরিনত হন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। কেননা যে কোন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবামুলক কার্যক্রমে নিজেকে শামিল করে চলেছেন বিনা স্বার্থে। নিজ এলাকায় আওয়ামী লীগকে শক্তিশালী করতে বিসর্জন দিচ্ছেন নিজের ইচ্ছা-অনিচ্ছাকে। আর তাই ত্যাগ আর দক্ষতার উপহার স্বরুপ ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তাকে সোনারগাঁ আওয়ামী লীগে সহ-সভাপতি নির্বাচিত করেছেন।