সারাদেশ

অসুস্থ বিএনপি নেতা আব্দুর রহমানকে দেখতে গেলেন মামুন মাহমুদ

অসুস্থ বিএনপি নেতার বাড়িতে গেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। শুক্রবার (১০ অক্টোবর) সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রহমানকে তাঁর বাসভবনে দেখতে যান।

অধ্যাপক মামুন মাহমুদ আব্দুর রহমানের বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।  এবং তার দ্রুত সুস্থতা কামনা করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় মুহাম্মদ মামুন মাহমুদের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আব্দুর রহমান সোনারগাঁ থানা বিএনপির একজন নিবেদিত প্রাণ। আমাদের সঙ্গে যুবদলও করেছেন। গত ১৫ বছর স্বৈরাচারী আন্দোলনে গুরুর্ত্বপূর্ন ভূমিকা রেখেছেন। আমরা তার সুস্থ কামনা করছি।

Leave a Reply

Back to top button