অয়ন ওসমানের অনুসারী ম্যাকলিন আইসিটি মামলায় গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একটি মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ঘনিষ্ঠ অনুসারী ও দুর্ধর্ষ সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্য-প্রযুক্তি সহযোগিতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়। এই সময় আইসিটি’র তদন্ত দলকে সহযোগিতা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল।
উল্লেখ্য, মেহেদী খন্দকার ম্যাকলিন ওসমান পরিবারের ‘ক্যাডার’ হিসেবে অধিক পরিচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানোর দিনও শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে ছিলেন এ ম্যাকলিন। তাকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়তেও দেখা গেছে।
গত ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ফতুল্লা মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার ম্যাকলিন পরে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।