অবৈধভাবে টাকা আদায়: ভূমি অফিসের ২ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপে ঘুষ বাণিজ্যের অভিযোগে দুই কর্মকর্তাকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
অবরুদ্ধ কর্মকর্তারা হলেন- সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল।
বুধবার (২৩ জুলাই) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে হিরাঝিল এলাকায় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
ঘটনাস্থলে থাকা শাহজালাল নামের এক ব্যক্তি বলেন, আমার জমির কাগজ সম্পূর্ণ ঠিক থাকার পরেও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা চেয়েছে। পরে বাধ্য হয়ে আমি ৩০ হাজার টাকা দিই তাদের। তারা এখন আরও টাকা দাবি করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ভূমি জরিপের নামে মানুষের ভোগান্তির খবরে তাদেরকে হাতেনাতে ধরেছি। যেখানে অন্যায় হবে সেখানে আপনারা প্রতিবাদ করবেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অবরুদ্ধ ব্যক্তিদের ও ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিস্তারিত শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।