অইন্নি ফইন্নি নিয়ে রাজনীতি করি না, জাফরের অভিযোগে মান্নান

২০ জুলাই সোনারগাঁয়ের সাদিপুরে এক জনসভায় জমিদখলসহ নানা অভিযোগ উঠে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে। অভিযোগ করেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। এমন একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় বেশ প্রচার হচ্ছে।
ভিডিওতে আবু জাফর বলেন, আপনি (মান্নান) সোনারগাঁয়ের অনেক ছেলেকে নষ্ট করেছেন। আপনি ও আপনার সাধারণ সম্পাদকসহ কিছু কিছু লোকেরা সোনারগাঁকে কলুষিত করেছেন। ৫ আগষ্টে আমরা রাজপথে ছিলাম, আপনাকে রাজপথে দেখা যায় নাই। ৫ আগষ্টের পর আপনি বিএনপিকে অপমান ও কুলষিত করেছেন। ৭ আগষ্টে আপনি মিটিং করে শপথ করেছেন সাধারণ মানুষের সম্পদে ও হিন্দুদের সম্পদে হাত দিবেন না। তার পরের দিনই আপনি মমতাজ মেম্বারের বাড়ি দখল করেছেন। হতে পরে সে আওয়ামী লীগ করে সে তো আমাদের ক্ষতি ছিলো না।
আমি মান্নানকে ফোন করলাম এবং বললাম তুমি এটা কি করলা? সে বললো ভাই-ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। এই হলো তাদের চরিত্র ও শিক্ষা। তারা লুটপাট করতেই শিখেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মান্নানের বিরুদ্ধে আবু জাফরের এমন অভিযোগের ভিডিও বেশ সাড়া ফেলেছে। এবার সেই ঘটনার সাফাই দিলেন আজহারুল ইসলাম মান্নান।
২১ জুলাই ‘সময় সকালের’ এ প্রতিবেদককে মান্নান বলেন, ‘আওয়ামী লীগের সময় আমার জায়গা দখল করেছিলো, সেই জায়গা আমি উদ্ধার করেছি। আমি রাজনীতি করি জিয়াউর রহমানের, খালেদা জিয়া ও তারেক রহমানের। আমি অইন্নি ফইন্নি নিয়ে রাজনীতি করি না।’
ফোন কলের বিষয়ে বিএনপির এ সভাপতি বলেন, ‘হের কলের উত্তর কেন আমি দিবো? হেয় দলের কি? হেরে ৫শ টাকা যে দেয় হেয় তার কাছে যায়। হেয় কয়দিন রেজাউল করিমের লগে আবার কয়দিন গিয়াসউদ্দিনের লগে। সে তো হাইব্রিড নেতা। হের জবাব আমি কেন দিমু, হেয় কে?’