সারাদেশ

৪৯ মণ্ডপে বিচ্ছিন্ন ঘটনায় গ্রেপ্তার ১৯: ব়্যাব ডিজি

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন করেছে ব়্যাব-১১ এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান।

বুধবার (১ অক্টোবর) সকালে চাষাড়ার শ্রী রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে যান তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব়্যাব ডিজি জানান, আমাদের এই উৎসবটি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভালোভাবেই হয়েছে। ৩৫ হাজার মণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে কিছু কাপুরুষ বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। আমরা প্রতিটি বিষয়েই আইনগত ব্যবস্থা নিয়েছি। এ পর্যন্ত আমরা ১৯ জন নাশকতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, বাংলাদেশ সব ধর্ম ও গোত্রের, আমরা সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্মের উৎসব পালন করবো। এখানে বাঁধা দেওয়া বা বিঘ্ন ঘটানোর মতো কোনো ঘটনা ঘটবে না। আগামীবার যেন আমরা আরও ভালোভাবে পূজা উদযাপন করতে পারি সে বিষয়ে আমরা এখন থেকে প্রস্তুত থাকব। 

তিনি আরও বলেন, সব থেকে ভালো হতো যদি এই পূজা, মুসলিমদের ঈদ জামাত ও খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠানগুলো স্বতঃস্ফূর্তভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছাড়া করতে পারতাম। সেদিন হবে প্রকৃত আনন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ প্রমুখ।

Leave a Reply

Back to top button