২১ দাবিতে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক দুইদিন ছুটি নির্ধারণ, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমবিরোধী কালা-কানুন বাতিল এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি, যা গণমাধ্যমের জন্য এক কলঙ্কজনক দৃষ্টান্ত। তারা অবিলম্বে এ হত্যাসহ সব সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান।
এছাড়া বক্তারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহালের আহ্বান জানান।
সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ ও প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ বুলেটিন পোর্টালের সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মেহেবুব মিয়া, দৈনিক পূর্বাভাসের যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক দেশ প্রতিনিধি মোখলেছুর রহমান তোতা, সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ, ফররুখ আহমেদ, এডভোকেট মনির হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

