১০ বছর সোনারগাঁয়ে খাদেম হিসেবে কাজ করেছি : এমপি খোকা
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেছেন, সোনারগাঁওয়ে দশ বছর আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করেছি। জনগণকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করেছি। দশ বছরে কাউকে কোন রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়নি। কারো জমি দখল করিনি। সোনারগাঁওয়ে সব দলের সহাবস্থান ছিল। স্বাধীনতার স্বপক্ষের মানুষদের নিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার সুদৃষ্টি ও সহযোগিতায় ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় জাতীয় পার্টির শম্ভুপুরা ইউনিয়ন সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনির হোসেন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার সম্পাদক আবু নাইম ইকবাল, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার আহ্বায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহ্বায়ক নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, শম্ভুপুরা ইউনিয়নের সম্পাদক মোস্তাফিজুর রহমান কবির, সহ-সভাপতি সাবেদ আলী মেম্বার, ইকবাল হোসেন মেম্বার, আবু ছিদ্দিক মাস্টার, রিপন মেম্বার, মেসবাহউদ্দিন মেম্বার, দিল মোহাম্মদ মেম্বার, গাজী সালেক, নুরুজ্জামান, মোশাররফ হোসেন প্রধান, সুরুজ্জামান মাস্টার, নুরুল হক সরকার, শারমিন মেম্বার, মনিকা আক্তার মেম্বার, শাহিদা বেগম প্রমুখ