হিন্দু ধর্মালম্বীদের মাঝে আজাদের নগদ অর্থ বস্ত্র উপহার

শারদীয় দুর্গা পুজার নবমীতে হিন্দু ধর্মালম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র উপহার বিতরণ করেছে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বুধবার (১ অক্টোবর) উচিৎপুরা কালি বাড়ির কালি মন্দির এবং সুলতান সাদী মন্দিরে তিনি এ নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন।
এসময় আজাদ বলেন, বিগত সময়ের থেকে এবার আপনারা ভালোভাবে পূজা উদযাপন করছেন। জননেতা তারেক রহমান সার্বক্ষনিক আপনাদের খোঁজখবর রাখছেন। ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা হিন্দু মুসলিম ভাই-ভাই। সেই মর্মে বলিয়ান হয়ে একে অন্যের সহযোগিতায় সহমর্মিতায় পাশে থাকবো। একসাথে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সুন্দরভাবে দেশ গড়তে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আফজাল ভুইয়া, জেলা বিএনপির আহবায়ক সদস্য লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটনসহ প্রমুখ।