স্বেচ্ছাসেবীদের নিয়ে নিজ হাতেই খাল পরিষ্কার করলেন রনি

রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে ফতুল্লার কাইলানী খালের ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। পরিচ্ছন্নতা অভিযানে রনিকে সহায়তা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে সাড়ে ৩ কিলোমিটার খালের অংশ ময়লা পরিষ্কার করা হয়।
দুপুর থেকে মশিউর রহমান রনি সেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার অভিযানে ছিলেন। পায়ে গ্লাবস পরে নিজে খালে নেমে ময়লা পরিষ্কারের কাজ করেন তিনি।
অভিযান শুরুর আগে কাইলানী খালের পাশের একটি মাঠে মশিউর রহমান রনি বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের শপথবাক্য পাঠ করান।
এসময় রনি বলেন, কাইলানী খালে কাশিপুর-কুতুবপুর-ফতুল্লা ও এনায়েতনগরে পানি জমে ময়লা হয়েছে। এখন এমন একটি অবস্থা প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। আমরা জনগণের দুর্ভোগ লাঘবেই কাজটি হাতে নিয়েছি। জনগণের দুর্ভোগ লাঘব না হওয়া পর্যন্ত এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, এ খালটির পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন মশিউর রহমান রনি। আমরা তার এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।
অভিযানে রনির সাথে জেলা যুবদল, ফতুল্লা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।