সারাদেশ

সোনারগাঁয়ে সাদরিলের ব্যাপক গণসংযোগ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে সোনারগাঁয়ে ব্যাপক গনসংযোগ করেছেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল। 

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চর-কিশোরগঞ্জ এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সাধারণ জনগণের হাতে ধানের শষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। 

জি এম সাদরিল বলেন, আজকে বাংলাদেশের মানুষ ভোটাধিকার হারিয়ে দিশেহারা। একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন শুধু সোনারগাঁ নয়, পুরো নারায়ণগঞ্জের গর্ব। তাঁর নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দিয়ে প্রমাণ করবে—এই দেশ গণতন্ত্রপ্রিয় মানুষের, গুটিকয়েক ক্ষমতালোভীর নয়।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, শম্ভুপুরা ইউনিয়নের যুবদল নেতা এমদাদ হোসেনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

Leave a Reply

Back to top button