সোনারগাঁয়ে শহীদ মেহেদী ইমরান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ মেহেদী ও ইমরানের স্বরণে সোনারগাঁয়ে “শহীদ মেহেদী-ইমরান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন-১ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দক্ষিণপাড়া সানফেব্রিক্স কোম্পানির বালুর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কাশেমের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদল নেতা আব্দুল মান্নান ও সোনারগাঁ থানার শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপি সদস্য আলীনুর বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সদস্য হাসান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ আইনবিষয়ক হারুনর রশীদ, পিরোজপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আল-আমিন বেপারী, পিরোজপুর ইউনিয়নের কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন যুবদল মামুন, মুকবুল, বাবু, রাকিব, তোফাজ্জল, আরিফ প্রমুখ।
উদ্বোধনী খেলায় আব্রাহার কিংস ক্লাব বনাম রতনপুর একাদশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধ্য দিয়ে ম্যাচটি ড্র হয়েছে।