সোনারগাঁয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, র্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সোনারগাঁয়ের আয়োজনে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত।
র্যালি শেষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা পারভীন।
এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির ভূঁইয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাছ চাষী ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার তিন মৎস্যচাষির মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
পরে উপজেলা প্রশাসকের বাংলো পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।