সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ চার কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (৫ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, আদমজী বিহারী ক্যাম্প ও আরামবাগ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন-বরিশালের হিজলা থানার চরদূর্গাপুর গ্রামের মৃত কালু চৌকিদারের ছেলে ওলিল চৌকিদার (২৬), মুন্সিগঞ্জের গজারিয়া থানার জামালদী গ্রামের আমির হোসেনের ছেলে ইমরান হোসেন (২৯), সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার আব্দুল করিমের ছেলে নাসির ওরফে কালু (৩৫) ও একই থানার আরামবাগ এলাকার সুলতান ব্যাপারীর ছেলে মাসুদুর রহমান তপন (৩২)
ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন, আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি এবং এই ধারাবাহিকতায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।