সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের জালে ৩

সিদ্ধিরগঞ্জ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- খোরশেদ (৪৬), রিপন (৩০) এবং জয় (২৬)। তাদের সবার বাড়িই সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায়।

র‌্যাব জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‍্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর ইউনিটের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় এই অভিযান পরিচালনা করে। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে থাকা অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Back to top button